ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৩৭

বাংলা বাংলা English English

সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বরগুনার আমতলীতে পৌর মেয়র কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার! এনিয়ে যা বললেন মেয়র মতিয়ার


শফিকুল ইসলাম স্বপন,বরগুনা প্রতিনিধিঃ
আমতলীতে বয়স্ক প্রতিবন্ধী ও এতিমদের ক্যাপিটেশন গ্রান্টের টাকা আত্মসাতের প্রতিবাদ করলেন মেয়র মতিয়ার। মেয়র জানান আমতলী উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক দুর্নীতি এর প্রতিবাদ করলেন আমতলীর পৌর মেয়র মতিউর রহমান । কিন্তু  অপরাধীর ওই চক্রটি কিছু অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। মূল ঘটনা হলো গাজীপুর এতিমখানার ৩৮ টি ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দের টাকার পার্সেন্টিস না পাওয়ায় ৩টি গ্রান্ড বরাদ্দ কেটে ৩৫টি বহাল রাখে সমাজসেবা অফিসার। এছাড়াও তিনি আমতলী উপজেলার প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ রয়েছে এই উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে। তিনি আরো বলেন আমতলী উপজেলার বিভিন্ন সেক্টরের দুর্নীতির প্রতিবাদ করায় আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী এবং কিছু অসাধু লোকজন একত্রিত হয়ে উপজেলা সমাজসেবা অফিসার কে এই দুর্নীতির সহযোগিতা করেন। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ঐ কু-চক্রি মহলটি আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়। মেয়র বলেন নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমতলী পৌরসভা কে ডিজিটাল রূপে রূপান্তরিত করেছি। জানা যায় মেয়র মতিয়ার রহমান আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের শহীদ পালন করে আসছেন। পরিশেষে মেয়র জানান যারা এই অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।
সব খবর