ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন অনন্ত জলিল। বহুল প্রতীক্ষিত ‘দিন-দ্য ডে’ সিনেমার মুক্তির তারিখ জানাবেন তিনি। শনিবার (১৬ অক্টোবর) পোস্টার উন্মোচন করে মুক্তি তারিখ জানাবেন তিনি।
বিগ বাজেটের এ সিনেমার মুক্তির তারিখ জানানোর পর অনন্ত জলিল তার প্রিয় জেমস বন্ড অভিনীত ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি দেখবেন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পাবে অনন্ত ও বর্ষা অভিনীত ‘দিন-দ্য ডে’। সিনেমাটি মোট ৫ টি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে। মধ্য প্রাচ্যের দেশগুলো যেখানে বাংলাদেশিরা কাজ করেন, সেখানে বাংলা ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে এ সিনেমায় নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। তার দাবি, তার এই সিনেমাটি হলিউডের সিনেমার চেয়ে কোনো অংশে কম না।